গোমতী জেলায় স্বসহায়ক দলের সদস্যদের সাথে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৬ আগস্ট।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য মহিলা ক্ষমতায়ন ও স্বশক্তিকরনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন। গ্রামীণ মহিলাদের বিশেষ করে স্বসহায়ক দলের সদস্যাদের বার্ষিক আয় ন্যূনতম ১ লক্ষ টাকা করার জন্য প্রধানমন্ত্রী বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন।

আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং স্বসহায়ক দলের সদস্যাদের সঙ্গে মতবিনিময় করার সময় এই কথা বলেন। আজ সকালে তিনি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দেন এবং সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

তিনি প্রথমে টেপানিয়া ব্লকের অন্তর্গত শালগড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগী রশিদ মিয়া, শহীদ মিয়া এবং দিলীপ দাসের গৃহগুলি পরিদর্শন করেন। সেখানে তিনি বৃক্ষরোপনও করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে সুবিধাভোগী দিলীপ দাস গৃহে প্রবেশ করেন। এছাড়া তিনি এদিন কাকড়াবন ব্লকের অন্তর্গত সঞ্জীবনী মহিলা স্ব সহায়ক দলের সদস্যা তুতুল দেব বর্ধনের অর্নামেন্টাল ফিশ কাল্টিভেশন প্রকল্পটি পরিদর্শন করেন।

তিনি এই প্রকল্পটির প্রশংসা করেন। এখন থেকে সরকারি কাজে উপহার হিসেবে এই অর্নামেন্টাল ফিশগুলি দেওয়ার জন্য তিনি পরামর্শ দেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী মির্জা গ্রাম পঞ্চায়েতের জবা ভিলেজ অর্গানাইজেশন, স্বপ্নের সিঁড়ি ভিউ, সঞ্জীবনী মহিলা দলের সদস্যাদের সঙ্গে মত বিনিময় করেন।

তারপর তিনি মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের মা লক্ষ্মী মহিলা দল, জামজুরি গ্রাম পঞ্চায়েতের মা মহিলা দল, কাকড়াবন ব্লকের ঘুমটাং গ্রামীন সংগঠন পরিচালিত খাবাকসা হ্যান্ডলুম প্রোডাক্ট, কিল্লা ব্লকের নথুং হামখরাই স্ব সহায়ক দলের উৎপাদিত দ্রব্য সামগ্রী যেমন পুতুল, বাঁশের তৈরি জিনিসপত্র, মহিলাদের অলংকার পরিদর্শন করেন। এরপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রীসিং বীরচন্দ্রমনুস্থিত মিশ্র পশুপালন খামার পরিদর্শন করেন। সেখানে তিনি শূকরের খামার পরিদর্শন করেন। এছাড়া পশু পালন দপ্তরের আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন।

কিভাবে শূকর, হাঁস, মোরগ, ছাগল ইত্যাদি পালনের মাধ্যমে স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করা যায়। পরিদর্শন কালে পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিব, টিআরএলএম এর সিইও, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *