‘কাটপুতলি’র ট্রেলারে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটে যাওয়া একের পর এক খুন

অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’-এর মতো একের পর এক ছবির মুক্তি। অথচ অক্ষয় কুমারের সবকটি ছবিই বক্স অফিসে চূড়ান্ত বিফল। যদিও অক্ষয়ের আগামী ছবি ‘কাটপুতলি’ মুক্তি পাচ্ছে ওটিটিতে।

শনিবার এ খবর সামনে আসার পরই তীব্র ট্রোলের মুখে পড়লেন তিনি। শনিবার মুক্তি পেয়েছে ‘কাটপুতলি’র ট্রেলার। যেটি কিনা ২ সেপ্টেম্বর ডিজনি-হটস্টারে মুক্তি পাবে। এরপরেই নেটিজেনদের কটাক্ষ ‘আবারও একটি ছবি, একটু থামুন প্লিজ। ‘ কারোর কথায়, ‘অক্ষয় স্যারের উচিত এবার ওটিটিতেই ছবি রিলিজ করা।’

এ বছর (২০২২) ১৮ মার্চ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ‘বচ্চন পান্ডে’। রিপোর্ট বলছে, কৃতি শ্যানন ও অক্ষয়ের এই ছবি বক্স অফিসে চূড়ান্ত বিফল। সূত্র জানায়, ১৬৫ কোটির এই ছবি নাকি মাত্র ৪৯.৮৮ কোটি টাকা আয় করেছে। ৩ জুন মুক্তি পায় ‘সম্রাট পৃথ্বীরাজ’। ২০০ কোটি টাকার এই ছবি নাকি মাত্র ৪৮ কোটির ব্যবসা করে।

এরপর সাম্প্রতিক মুক্তি পাওয়া (১১ অগস্ট) ৭০ কোটির ‘রক্ষা বন্ধন’ও নাকি বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি। ‘রক্ষা বন্ধন’-এর বিফল হওয়ার খবরের মধ্যেই শনিবার সামনে এসেছে ‘কাটপুতলি’র ট্রেলার। যেটি কিনা ২ সেপ্টেম্বর ডিজনি-হটস্টারে মুক্তি পাচ্ছে বলে জানানো হয়।

আর ‘কাটপুতলি’র মুক্তির কথা জানার পরই অক্ষয়কে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। কেউ লেখেন, ‘আবারও একটা নতুন ছবি! পয়সাই পয়সা’। কেউ লিখেছেন, ‘তু ফির সে আ গয়া বাবা’। প্রসঙ্গত, ‘কাটপুতলি’র ট্রেলারে দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটে যাওয়া একের পর এক খুন। তবে ‘সিরিয়াল কিলার’কে ধরতে নাজেহাল পুলিশ।

তদন্তের ভার পড়েছে পুলিশ কর্মকর্তা অক্ষয়ের ওপর। অক্ষয় কুমার ছাড়াও ‘কাটপুতলি’তে অভিনয় করেছেন সার্গুন মেহতা, চন্দ্রচূড় সিং, গুরপ্রীত গুগী। ‘কাটপুতলি’ প্রযোজনা করেছে জ্যাকি ভগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *