দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই বছর সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই বছর সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র পরীক্ষার মধ্যেই এই মিত্র দেশ দুটি তাদের প্রস্তুতি জোরদার করছে। খবর আলজাজিরার। কোরিয়ার বার্ষিক গ্রীষ্মকালীন অনুশীলন ‘উলচি স্বাধীনতা ঢাল’ সোমবার শুরু হয়েছে।

এই কার্যক্রম শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। গত মে মাসে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্মিলিত সামরিক মহড়াকে ‘স্বাভাবিককরণ’ ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো সরকারি প্রস্তুতি বাড়াতে দক্ষিণ কোরিয়া সোমবার আলাদাভাবে চার দিনের উলচি বেসামরিক প্রতিরক্ষা মহড়া শুরু করেছে।

সামরিক ও বেসামরিক মহড়া শুরুর উদ্দেশ্য দেশের প্রস্তুতি জোরদার করা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সৈন্যরা অনুশীলনের জন্য প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেছে।

দক্ষিণ কোরিয়া পশ্চিম উপকূল থেকে দুটি ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটি এই বছর অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা যেকোনো সময় তাদের সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত।

ইউন জানিয়েছেন যে, পিয়ংইয়ং যদি পরমাণু নিরস্ত্রীকরণে পদক্ষেপ নেয় তাহলে তার সরকার অর্থনৈতিক সহায়তা দিতে রাজি আছে। কিন্তু উত্তর কোরিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রকাশ্যে তার সমালোচনা করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *