স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ আগস্ট।। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ মায়া রানী দেবনাথ(৫০) নামে এক রোগীনি। ঘটনা সোমবার বিকেল নাগাদ।
কিন্তু বিষয়টি নজরে আসে রাত নয়টা নাগাদ শিফট পরিবর্তন হওয়ার পর। সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ভর্তি হওয়ার পর যথারীতি স্যালাইনও দেওয়া হয়। কিন্তু বিকেলে কোন এক সময়ে সবার চোখের পলকে হাসপাতাল ছেড়ে কোথাও চলে য়ায়।
বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করেছে। পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজ খবর করেছে এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছে।
খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে। হাসপাতাল থেকে মহিলা নিখোঁজ হওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।