ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি বাদে সব যানবহন আমদানি নিষিদ্ধ করেছে ভুটান

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। বৈদেশিক মুদ্রা তথা ডলারের রিজার্ভে টান পড়ায় গ্যাস, জল ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সেভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি বাদে সব যানবহন আমদানি নিষিদ্ধ করেছে ভুটান।

শুক্রবার থেকে কার্যকর হওয়া এই আমদানি নিষেধাজ্ঞা ছয়মাস পর রিজার্ভের অবস্থা বিবেচনায় পর্যালোচনা ও সংশোধন করা হবে বলে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর ধরে বিদেশি পর্যটকের আনাগোনা নেই।

এর মধ্যে ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে যে সঙ্কট তৈরি করেছে, তার আঁচও লেগেছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির গত মাসের তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার।

দেশটির দৈনিক পত্রিকা কুয়েনসেল জানিয়েছে, ভুটান এ বছরের জুন পর্যন্ত ৮ হাজারের বেশি যানবাহন আমদানি করেছে, যা রিজার্ভ হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে একটি। আর দেশটির সংবিধান অনুযায়ী অন্তত ১২ মাস আমদানি ব্যয় মেটানো সম্ভব সেই পরিমাণ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *