অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট।। দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে সেনা সরানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়ার কর্মকর্তারা বলছেন, রুশ সেনা প্রত্যাহারের মতো কোনো পদক্ষেপ এই অঞ্চলকে আরও অরক্ষিত করে তুলবে।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ওপর জাপোরিজ্জিয়ায় গোলাবর্ষণের অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বনেতাদের মধ্যে। রুশ তত্ত্বাবধানে জাপোরিজ্জিয়া প্ল্যান্টে কাজ করা ইউক্রেনীয় কর্মীরা যেকোনো সময় বিপর্যয়ের আশঙ্কা করছেন।
বিশেষ করে দুই সপ্তাহ ধরে বেশ কয়েকবার সেখানে গোলাবর্ষণের ঘটনা ঘটছে। ইউক্রেন এই ঘটনার দায় রুশ সেনাদের ওপর দিলেও রাশিয়া বলছে পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করছে ইউক্রেনীয় সেনারা। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জাপোরিজ্জিয়ার যে কোনো সম্ভাব্য ক্ষতি হবে আত্মহত্যার শামিল।
জাতিসংঘের মহাসচিব ইউক্রেন সফরে এসে লভিভ শহরে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। বৈঠকে জাপোরিজ্জিয়াকে সেনামুক্ত করতে পদক্ষেপ নিতে জাতিসংঘ মহাসচিবের কাছে আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের গোলা বিনিময়ের ঘটনায় জাতিসংঘ মহাসচিব গুতেরেস গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। পারমাণবিক কেন্দ্রের অঞ্চলকে সামরিক কর্মকাণ্ডমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন।