লেভানডোভস্কির ৬৭ লাখ টাকার ঘড়ি চুরি, পরে উদ্ধার করে ফেরত দিল পুলিশ

অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট।। অনুশীলনে যোগ দেওয়ার  জন্য ন্যূ ক্যাম্পে পৌঁছেছিলেন রবার্ট লেভানডোভস্কি।  তখনই ভক্তরা তাকে ঘিরে ধরেন। কেউ চাইলেন অটোগ্রাফ, কেউ আবার তুলতে চাইলেন সেলফি। পোলিশ তারকাও সন্তষ্ট মনে ভক্তদের আবদার মেটাচ্ছিলেন। ভক্তদের এসব আবদার মেটানো নতুন কিছু নয়।

কিন্তু সেই সুযোগে কোনো এক ভক্ত গাড়ির প্যাসেঞ্জার দরজা খুলে হাতিয়ে নেয় পোলিশ এই তারকার ঘড়ি। টের পেয়ে সঙ্গে সঙ্গেই চোরের পিছনে দৌড় শুরু করেন লেভানডোভস্কি। ঘড়িটার মূল্য ৭০০০০ হাজার ইউরো, যেটা ভারতীয় টাকায় দাঁড়ায় ৬৭ লাখ টাকার বেশি। কিন্তু শেষ পর্যন্ত আর চোরের নাগাল পাননি।

পরে বাধ্য হয়ে স্থানীয় পুলিশকে ফোন করেন বার্সার নতুন তারকা। পরে পুলিশ দ্রুত ওই চোরকে ধরে ফেলে এবং লেভানডোভস্কির ঘড়িও ফেরত দেওয়া হয়। এই ঘটনার পর ক্লাবের বাইরে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বার্সেলোনা কৃর্তৃপক্ষ।

২০২২-২৩ মৌসুমে লা লিগায় প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা, গোল পাননি লেভানডোভস্কি। রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *