স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৯ আগস্ট।। শুক্রবার সকালে ত্রিপুরার উত্তর জেলায় একটি সীমান্ত ফাঁড়ির কাছে টহল দেওয়ার সময় জঙ্গিদের অতর্কিত হামলায় একজন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন।
ত্রিপুরা-মিজোরাম-বাংলাদেশ সীমান্ত এলাকায় এনএলএফটি জঙ্গিদের গুলি চালানোর সময় গিরিশ কুমার যাদব নামে চিহ্নিত বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। জানা গেছে, তাঁর শরীরে চারটি গুলি লেগেছে।
উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানার অন্তর্গত বিএসএফ-এর সিমানাপুরে ১৪৫ নম্বর ব্যাটালিয়নে নিযুক্ত জওয়ানকে হেলিকপ্টারে করে আগরতলায় আনা হয়েছিল। সূত্রের বিবরণ অনুযায়ী, বিএসএফ জওয়ানরা প্রতিদিনের রুটিন অনুযায়ী শুক্রবার সকালে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন।
যখন হঠাৎ, সীমান্তের ওপার থেকে এনএলএফটি জঙ্গিরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। যাতে এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়। পরে বিএসএফের অন্য জওয়ানরাও পাল্টা জবাব দেয়। ফলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জঙ্গীরা।
উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বিএসএফের ডিআইজিও হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান। আহত বিএসএফ জওয়ানকে হেলিকপ্টারে করে আগরতলায় আনা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিএসএফ জওয়ানের।