রুদ্রসাগরে ৪ সেপ্টেম্বর থেকে রাজ্যভিত্তিক ৩ দিনব্যাপী জল উৎসব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী রাজ্যভিত্তিক জল উৎসব আগামী ৪ সেপ্টেম্বর থেকে মেলাঘরের রুদ্রসাগরে অনুষ্ঠিত হবে।

চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ দিনব্যাপী এই জল উৎসব উপলক্ষে রাজ্যভিত্তিক মনসা মঙ্গল প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হবে রাজ্য ও বহিঃরাজ্য থেকে আগত বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিপাহীজলা জিলা পরিষদের সহকারি সভাধিপতি পিন্টু আইচ, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল (রায়), নলছড় ও মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *