দুষ্কৃতিদের হাতে মার খেলেন আরও একজন শিক্ষক, প্রতিবাদে পড়ুয়াদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৭ আগস্ট।। মঙ্গলবার সকালে টাকারজলা হাই স্কুলের শিক্ষক শরৎ দেব্বর্মার উপর আক্রমণ চালায় মনোজ দেব্বর্মা, রাজেশ দেব্বর্মা, বিশ্বজিৎ দেব্বর্মা, জ্যোতিষ দেব্বর্মা। রাতে টাকারজলা থানায় শিক্ষক মামলা করেন।

বুধবার সকালে চার অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। এদিকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে ও তাদের সামনে নিয়ে আসার জন্য টাকারজলা বাজার এলাকায় রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ পড়ুয়ারা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনরকম বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করেছে। পথ অবরোধের ফলে প্রচুর সংখ্যক গাড়ি আটকা পড়ে যায়।

প্রসঙ্গত, দাবী আদায়ে রাস্তায় নেমে অবরোধ আন্দোলন সংগঠিত করা একটি ট্রেডিশনে পরিণত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *