স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৭ আগস্ট।। ২০১১ সালে বধূ নির্যাতনের মামলা দায়ের হয়েছিল অমরপুরের প্রদীপ দাসের বিরুদ্ধে। সেই মামলায় অভিযুক্তকে জেলে পাঠায় আদালত।
কিন্তু সে জেল থেকে পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার প্রায় ১২ বছর পর বিশালগড়ে প্রদীপ ও তার বৌদিকে পুলিশ গ্রেফতার করে। ওই মামলায় প্রদীপের বৌদিও অভিযুক্ত। তাদের পরে বীরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আদালত পার্মানেন্ট এরেস্ট ওয়ারেন্ট ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়েছে। তাদের কোন হদিশ পাওয়া যায়নি।
পরে পুলিশের সোর্স ব্যবহার করে তাদের সন্ধান পাওয়া যায়। এলাকার লোকজন জানিয়েছে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে।