অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট।। মার্কিন আইনপ্রণেতাদের একটি প্রতিনিধি দল তাইওয়ান পৌঁছেছেন। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার প্রতিনিধি দলটি তাইওয়ান সফরে গেলেন। দুই দিনের এই সফরে তারা প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর আলজাজিরার।
স্বশাসিত দ্বীপটির সঙ্গে প্রতিবেশী প্রভাবশালী দেশ চীনের অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যে দ্বিতীয় উচ্চ-স্তরের দলটি সফরে আসলো। তাইওয়ানকে নিজের একটি অঞ্চল বলেই দাবি করে আসছে বেইজিং।
এই মাসের শুরুতে দেশটিতে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফর নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানকে ঘিরে চীন সামরিক মহড়া শুরু করে। এই মহড়ার সময় চীন অন্তত দুইটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।
তাইপেইতে মার্কিন দুতাবাস জানিয়েছে, এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সিনেটর এড মার্কি। তার সঙ্গে রয়েছেন অন্য চারজন আইনপ্রণেতা। এটিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহত্তর সফরের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
মার্কিন সরকারের প্রতিনিধিত্বকারী তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট জানিয়েছে, ‘প্রতিনিধি দলটি তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ, বিশ্বব্যাপী পণ্য সরবরাহের শৃঙ্খলা, জলবায়ু পরিবর্তন এবং পারস্পরিক আগ্রহ আছে এমন তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে তাইওয়ানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
’তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে যে, প্রতিনিধি দলটি সোমবার সকালে সাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে।