আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলায় ‘ওয়াক উইথ তিরঙ্গা’ পদযাত্রা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ আগস্ট।। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় ‘ওয়াক উইথ তিরঙ্গা’ শীর্ষক এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রাটি সার্কিট হাউজ সংলগ্ন গান্ধীমূর্তির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদে এসে শেষ হয়। ফিতা কেটে পদযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ মন্ত্রিসভার সকল সদস্য-সদস্যাগণ ও প্রশাসনের আধিকারিকগণ, এনএসএস, সিভিল ডিফেন্সের স্বচ্ছাসেবকগণ পদযাত্রায় সামিল হন।

পদযাত্রায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শ্রী সাহা ১৩-১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে রাজ্যের সকল নাগরিকদের নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য যেসকল রাষ্ট্র নায়করা তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মরণের মাধ্যমে রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ় করতে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে। আজকের এই পদযাত্রা আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পদযাত্রায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের বীর সন্তান যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং বর্তমানে যারা দেশের সীমান্ত রক্ষা করছেন তাদেরকে স্মরণ করার জন্য এই হর ঘর তিরঙ্গা কর্মসুচি আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, কর্মসূচিতে রাজ্যে ৫ লক্ষের উপর জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পরে মুখ্যমন্ত্রী। প্রফেসর (ডা.) মানিক সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ উড্ডয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ৭৫টি ত্রিবর্ণ রঞ্জিত বেলুন। আকাশে উড়িয়ে আজকের এই পদযাত্রা সমাপন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *