স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ৭ আগস্ট।। জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে আজ আসন্ন স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরু দাস, ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, বেলবাড়ি, জিরানীয়া, পুরাতন আগরতলা, মান্দাই ব্লকের বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
সভায় আগামী ১৫ আগস্ট জিরানীয়া মহকুমার বীরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা হয়।
সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর থাকবে প্যারেড, সাংস্কৃতিক সংস্থা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশন হবে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভিন্ন সরকারি অফিসগুলোতে করা হবে আলোকসজ্জা। সন্ধ্যায় অগ্নিবীণা হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বিকালে অনুষ্ঠিত হবে ভলিবল প্রতিযোগিতা।
সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী স্বাধীনতা দিবসের কর্মসূচি সুষ্ঠভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।