স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যিনি ৭ আগস্ট নির্ধারিত নীতি আয়োগের সভায় যোগ দিতে দিল্লি গিয়েছপন। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছেন।রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সাথে তার সাক্ষাতে, ডাঃ সাহা অভিনন্দন জানান এবং তাঁকে ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানান।
“আজ রাষ্ট্রপতি ভবনে ভারতের মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জী’র সাথে সাক্ষাত করে আমি অভিভূত। মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্যভূমিতে তাঁর পদার্পনের জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয়া রাষ্ট্রপতিজী’কে আমি সাদর আমন্ত্রণ জানাই।” সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী।
ডাঃ সাহা জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার সাথেও দেখা করেছেন এবং রাজ্যের উন্নয়নের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
“আজ মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জী’র সঙ্গে তাঁর দিল্লির বাসভবনে সাক্ষাত করে আমি খুবই আনন্দিত। তাঁর সঙ্গে রাজ্যে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তিনি ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।” সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপচারিতায় ডাঃ সাহা রাজ্যে বাস্তবায়িত বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পের অবস্থা তুলে ধরেন।তাঁর মতে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন পরিচালিত স্ব-সহায়ক দল দ্বারা নির্মিত আমাদের গর্ব দেশের সৌর্যের প্রতীক তেরঙ্গা জাতীয় পতাকা আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মন্ডভিয়াজীর হাতে উপহার স্বরূপ তুলে দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের পর মনসুখ মান্ডাভিয়া টুইট করেছেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন। জনগণের কল্যাণে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। ত্রিপুরায় অত্যাধুনিক স্বাস্থ্যসেবা পরিকাঠামো বৃদ্ধি ও প্রতিষ্ঠার জন্য কেন্দ্রের পূর্ণ সমর্থনের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।”