স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ আগস্ট।। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের ছেচরিমাইতে গতকাল দুপুর ২টা নাগাদ বিদ্যুতের তার ছিড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।
এই ঘটনায় অপর পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এই দুঃখজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এই ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করবে। আগামী ৭ দিনের মধ্যে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিগমের পক্ষ থেকে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাসাধ্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তাছাড়াও এরকম দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বিদ্যুৎ নিগম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।