অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। বিশ্রাম কিংবা বিরতি, ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকলেই ছন্দে ফিরবেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের এমন পরামর্শ বিসিসিআই ও কোহলি নিজে আমলে নিয়েছেন। গত দুই সিরিজ ধরে আছেন দলের বাইরে। তবে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের পরামর্শ ঠিক উল্টো।
এই ধারাভাষ্যকারের মতে, যথেষ্ঠই বিরতি দেওয়া হয়েছে কোহলিকে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে বরং তিনি দেখতে চান ভারতের হয়ে প্রতিটি ম্যাচে। গত মাসে ইংল্যান্ড সফরে সব ম্যাচে খেলানো হয়নি কোহলিকে। এরপর চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি তাকে।
বিশ্রাম দেওয়া হয়েছে সামনের জিম্বাবুয়ে সফর থেকেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের ২০ ম্যাচের স্রেফ ৪টিতে দেখা গেছে কোহলিকে। এসব মনে করিয়ে দিয়েই ‘স্পোর্টস ওভার দা টপ’ শো-তে মাঞ্জরেকার প্রশ্ন তুললেন কোহলির একের পর এক বিরতি নিয়ে।
তিনি বলেন,‘আমার মনে হয়, যতটা সম্ভব তাদের উচিত, বিরাট কোহলিকে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে খেলানো, সংস্করণ যেটাই হোক। কারণ, বিরাটের যথেষ্ট বিশ্রাম হয়েছে। লোকে পরামর্শ দিচ্ছে যে তাকে বিরতি দেওয়া উচিত। কিন্তু তার বিরতি তো হয়েছেই!
গত দুই বছরে দেখুন, খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট সে খেলেনি। ’প্রাক্তন এই ব্যাটার বলেন,‘হয়তো এমন কোনো যুক্তি আছে, যা আমরা জানি না। হয়তো বিরাট কোহলির সঙ্গে তাদের কথা হয়েছে।
তবে আমার ব্যক্তিমত মত হলো, কোহলি যত ম্যাচ খেলবে, বিশেষ করে এই ম্যাচগুলি খেললে তার জন্য ভালো হতো। ’এই মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেই অবশ্য কোহলিকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।