স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৫ আগস্ট।। রেস্তোরাঁ মালিকের সাথে কথা কাটাকাটি নিয়ে বিয়ারের বোতল দিয়ে আঘাত করা হয় নিরীহ দেবচরণ ত্রিপুরাকে। ঘটনা বিলোনিয়া মহকুমার মনিরামপুর ভিলেজে। অভিযুক্ত রেস্তোরাঁ মালিকের নাম কর্ণময় ত্রিপুরা।
ঘটনার পর অভিযুক্ত নাকি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। কিন্তু রাতে দেবচরণ ত্রিপুরার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পুনরায় হাসপাতালে নিয়ে আসলেও তার প্রাণ রক্ষা করা যায়নি। এই ব্যাপারে বিলোনীয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে।
পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।