স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৫ আগস্ট।। তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় গত কয়েকদিন ধরে স্থানীয়রা দুর্গন্ধ অনুভব করছিলেন। শুক্রবার সকালে জানাজানি হয় জঙ্গলে মৃতদেহ পড়ে আছে।
পুলিশ এসে দেখতে পায় জনৈক ব্যক্তির পচাগলা মৃতদেহ ঝুলছে। পরে মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়। তার নাম মন্টু দাস। তার বাড়িও ঘটনাস্থলের পাশেই। গত কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে এবং পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
আশঙ্কা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেয়া হবে। মৃতদেহ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।