চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে

অনলাইন ডেস্ক, ৫ আগস্ট।। চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ বিষয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পেলোসি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছেন। এবং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছেন।

তিনি এক-চীন নীতিকে পদদলিত করেছেন এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছেন। তাই তার বিরুদ্ধে এ পদক্ষেপ। তাইওয়ান স্বশাসিত একটি দেশ। তাদের নিজেদের সরকার আছে। তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মনে করে, কিন্তু তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন।

চীনের শাসন মেনে নিতে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক চাপ দিয়ে আসছে বেইজিং। কিন্তু তাইওয়ান চীনের এ দাবি প্রত্যাখ্যান করে নিজেদের রক্ষার কথা বলে। চীনা প্রভাবমুক্ত হতে তাইওয়ানকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে।

তার মধ্যে গত ২৫ বছরের মধ্যে ন্যান্সি পেলোসি প্রথম কোনো উচ্চপদস্থ মার্কিন নির্বাচিত কর্মকর্তা তাইওয়ান সফরে গেলেন। পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে স্বশাসিত দ্বীপটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। ওই মহড়ার সময় বেইজিং তাইওয়ানের জলসীমায় ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে বলে অভিযোগ করেছে তাইপে প্রশাসন।

চীন সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীন মূলত তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনও বিষয়ে কথা বললে কিংবা হংকং এবং জিনজিয়াং এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মানবাধিকার ইস্যুতে কথা বলার জন্য প্রায়শই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *