অস্ত্রসস্ত্র সহ আত্মসমর্পণ করল এনএলএফটি (বিএম) গোষ্ঠীর ৬ জঙ্গি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ আগস্ট।। গত ২১ জুলাই NLFT(BM) গোষ্ঠীর ৪ জঙ্গি ধলাই জেলার গঙ্গানগর সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল অপহরণ এবং মানুষের কাছ থেকে অর্থ আদায় করা।

গোপন সূত্রে পুলিশ জানতে পারে বড়মুড়ার গভীর জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা। তাই সবদিক থেকে চাপ সৃষ্টি করা হয়। শেষপর্যন্ত তারা জঙ্গল থেকে বের হওয়ার উপায় না পেয়ে আত্মসমর্পণে বাধ্য হয়। ওই চারজনের সাথে তাদের ২ সহযোগীও পুলিশের জালে ধরা দিয়েছে। তারা কিছু অস্ত্রসস্ত্রও জমা দেয়।

আত্মসমর্পণকারীরা হল উমেশ কলই ওরফে উকলাই, ফনিজয় রেয়াং ওরফে সাথুক্রী ওরফে আথুক্রী, ভিক্টর জামাতিয়া ওরফে হালাম, উত্তম কিশোর জামাতিয়া ওরফে ঊষা। তাছাড়া দুই সহযোগী হল সূর্য কিশোর জামাতিয়া এবং ব্রজেন্দ্র রিয়াং।

তারা জমা দিয়েছে গোলাবারুদ এবং এনএলএফটি গোষ্ঠীর নথিপত্র। AK-56 রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৬০ রাউন্ড কার্তুজ, M-20 পিস্তল একটি, M-38 পিস্তল একটি এবং প্রচুর কার্তুজ। তাছাড়া চাঁদার রসিদ, নোটিশ প্যাড ইত্যাদি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *