স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ আগস্ট।। ১৩ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ল বাড়িতে। গ্রাম জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। হতাহত ১২ জন। জিবি হাসপাতালে রেফার ৯ জন।
চড়িলাম বড়জলা পাল পাড়ায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে সুভাষ পালের বাড়িতে। এতে বাড়ির মালিক সহ ১২ জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে সুভাষ পালকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রতিবেশি পরিবারের একজন নববধূ রিতা পালও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি ঘটনার সময় ওই বাড়িতে এসেছিলেন। এই ঘটনায় গ্রাম জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। সুভাষ পালের বাড়ির ৯ জন এই ঘটনার শিকার হন। বাকীরা প্রতিবেশি পরিবারের।
এলাকাবাসীর অভিযোগ কিছুদিন পরপর তাদের এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লেগে যায়। এই ব্যাপারে নিগম কতৃপক্ষের তরফে কোন ধরনের সুরাহা করা হয়নি।