স্টাফ রিপোর্টার, আমবাসা, ৪ আগস্ট।।আগামী ৯ আগস্ট রাজ্যের উন্নয়নের মুকুটে যুক্ত হতে চলেছে আরো একটি পালক। রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হতে চলেছে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের নতুন পাকা ভবনের।
আগামী ৯ আগস্ট বিকেল তিনটায় এই পাকা ভবনের উদ্বোধন করবেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এই উদ্বোধনের গোটা বিষয় খতিয়ে দেখতে এদিন আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের নতুন ভবনে গেলেন এলাকার বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকারে বিধায়ক পরিমল দেববর্মা বলেন গোটা উদ্বোধনী বিষয়টি খতিয়ে দেখতেই ওনার এই সফর। তিনি আমবাসা এলাকার আপামোর জনসাধারণকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান রাখেন।