অনলাইন ডেস্ক, ৪ আগস্ট।। পাঁচ ছাত্রীকে যৌন হেনস্তার কেরলের এক শিক্ষককে ৭৯ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত।কেরলের কান্নুরের একটি ফার্স্ট ট্র্যাক আদালত এই রায় ঘোষণা করেছে।
জানা গিয়েছে পিই গোবিন্দন নামে ওই শিক্ষক ২০১৩ থেকে ২০১৪র মধ্যে শ্রেণিকক্ষের ভিতরেই যৌন হেনস্তা করেন ওই ছাত্রীদের।যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পরই স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয় শিক্ষককে ৷
পাশাপাশি পকসো-সহ একাধিক ধারায় দায়ের হয় অভিযোগ ৷ প্রথমে তদন্ত পরে বিচার প্রক্রিয়া চলার পর কান্নুরের ওই আদালতের বিচারক পি মুজিব শিক্ষককে ৭৯ বছর জেলের সাজা দেন।
পাশাপাশি ওই শিক্ষককে দিতে হবে ২ লাখ ৭০ হাজার টাকার জরিমানা। এই রায়কে স্বাগত জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে নির্যাতিতা ছাত্রীদের পরিবার সকলেই।