রাজ্যে পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে, জানাল দপ্তর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ আগস্ট।। জাতীয় সড়ক এন এইচ-৮ এর আঠারমুড়াস্থিত কিছু অংশ অতিবর্ষণের কারণে যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় রাজ্যে পেট্রোপণ্য সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিতে পারে বলে স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ সম্পর্কিত সংবাদ রাজ্য সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

এবিষয়ে রাজ্য সরকারের খাদ্য, জনভংরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজ্যবাসীর অবগতির জন্য জানিয়েছেন, বহিরাজ্যের সঙ্গে রেলপথে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক আছে। আজ সকালে রাজ্যে ধর্মনগর ডিপোসহ বিভিন্ন এজেন্সি মিলিয়ে মোট ২০৬১ কিলোলিটার পেট্রোল এবং ২৩৩০ কিলোলিটার ডিজেল মজুত ছিল।

তাছাড়া, গতকাল ৩০৩ কিলোলিটার পেট্রোল এবং ৩২১ কিলোলিটার ডিজেল ধর্মনগর ডিপো থেকে পাঠানো হয়েছে যা বর্তমানে রাস্তায় আছে। সব মিলিয়ে রাজ্যে মোট ২৩৬৪ কিলোলিটার পেট্রোল এবং ২৬৫১ কিলোলিটার ডিজেল আছে যা দিয়ে আগামী ৯-১০ দিনের চাহিদা মেটানো যাবে।

অন্যদিকে, আলু ও পেঁয়াজ সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে।সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আজ বিকাল থেকে জাতীয় সড়কে যান বাহন চলাচল পুরোপুরি ভাবে শুরু হয়ে গেছে।

তাই রাজ্য সরকারের তরফ থেকে সকল জনগণকে উদ্ভুত পরিস্থিতিতে আতঙ্কিত না হতে এবং ভয় জনিত কারণে প্রয়োজনের অতিরিক্ত সামগ্রী ক্রয় করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *