স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ আগস্ট।। মঙ্গলবার রাতে এডি নগর থানার পুলিশ বাধারঘাট কলেজ রোডের কাছে টাটা কার থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য লাখ টাকার উপরে হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তবে গাড়ির ভেতরে থাকা গাড়ির কাগজপত্র থেকে গাড়ির চালক ও মালিক আমতলী এলাকার শংকর সরকার বলে শনাক্ত করেছে পুলিশ।এডি নগর থানার পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে।
গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।