স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১ আগস্ট।। যুব মোর্চার পানিসাগর মণ্ডলের সম্পাদক নরেন্দ্র নাথ রবিবার রাতে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে জানান তিনি আর রাজনীতি করবেন না।
কি কারণে তিনি দল এবং রাজনীতি ছাড়ছেন তা স্পষ্ট করে বলেননি। এটুকু বলেছেন অনেকের মনে দুঃখ দিয়েছেন। তাই সবাই যেন তাকে ক্ষমা করে দেন।
প্রসঙ্গত, তেইশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়েছে। এদিকে অভিযোগ উঠছে বিভিন্ন মন্ডলের একাংশ নেতা বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে চলছে।
দলের একাংশ নেতা রাতারাতি বিত্তশালী হয়ে উঠেছেন। বিশেষ করে নব্য বিজেপি নেতারা। তাই এই অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে সৎ নেতা কর্মীরা বিজেপি ছাড়ার পরিকল্পনা নিচ্ছেন বলে সূত্রের খবর।