স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১ আগস্ট।। তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকার প্রায় ১৫০ পরিবার খোয়াই নদীর পাড় ভাঙ্গনের ফলে ভিটে মাটি ছাড়ার উপক্রম হয়েছে।
আগেও এ বিষয়গুলো নিয়ে বহু আলোচনা, পথ অবরোধ, শাসক দলের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
তাই ফের সোমবার খোয়াই- তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ করে ক্ষুব্ধ নাগরিকরা। তেলিয়ামুড়ার বিধায়ক কল্যাণী রায়ের তরফে একজন নেতা ঘটনাস্থলে আসেন। কিন্তু তার কথা শুনতে রাজি হননি।
শেষপর্যন্ত কল্যাণী রায়ের সাথে ফোনে কথা বলেন বিক্ষুব্ধরা। প্রশাসনিক কর্তাও আসেন। দীর্ঘ আড়াই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার হয়।