স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ আগস্ট।। মুখ্যমন্ত্রীর সরকারি আবাস কাছে তুমুল বিক্ষোভ।
বিক্ষোভকারীদের আটক করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারি আবাস কাছে বিক্ষোভ দেখায় এনএসইউআই’র কর্মীরা।পরে পুলিশের হাতে আটক হয় এনএসইউআই’র কর্মীরা। তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়।
রাজ্যের স্কুলে শিক্ষক স্বল্পতা দূর করার ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে তেমন কোন তৎপরতা নজরে আসছে না। প্রতিদিন শিক্ষকের দাবীতে পথ অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে।
পঠন পাঠন লাটে উঠেছে। এদিকে টেট উত্তীর্ণ বেকারদের সামনে চাকরির ললিপপ দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে আছে বিজেপি জোট সরকার। নিয়োগ করা হচ্ছে না।
এই অবস্থায় এনএসইউআই’র তরফ থেকে প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ তাদের সেখান থেকে তুলে নিয়ে যায়।