স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১ আগস্ট।। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সঠিকভাবে জিরানীয়া মহকুমায় বাস্তবায়নের লক্ষ্যে আজ জিরানীয়ার অগ্নিবীনা হলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সারা দেশের সঙ্গে রাজ্যেও সফল করতে হবে। প্রতিটি বাড়িতে ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রমকে আরও জাগ্রত করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
জিরানীয়া মহকুমায় চারটি ব্লকে যথাক্রমে বেলবাড়ি, পুরাতন আগরতলা, মান্দাই, জিরানীয়ার প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানান।
সভার শুরুতে অতিরিক্ত জেলাশাসক আসিম সাহা এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য, মহকুমা পুলিশ।
আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ, রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, অজিত দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।