স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৩১ জুলাই।। যাত্রী সেজে গাঁজা পাচার! রবিবার ধর্মনগরে যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়েছে দুই পাচারকারী। পালিয়ে গেছে আরও পাঁচ জন। এই পাচারে জিআরপি পুলিশের যোগসাজশের অভিযোগ উঠেছে।
এদিন অনেকটা নাটকীয় ভাবেই গাঁজা পাচারকালে ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি ও লালছড়া স্কুল সংলগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় শুঁকনো গাঁজা সহ দুই গাঁজা পাচারকারীকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃতদের নাম দীপক নমঃ, বাড়ি আগরতলায়।
অপরজন গণেশ শর্মা বাড়ি বিহারে। ধৃতদের কাছ থেকে বিভিন্ন আকারের ৭টি ব্যাগ থেকে ১৯ প্যাকেটে মোট ৬৬ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করা হয়।