স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। উত্তরপ্রদেশের কাশি বিশ্বনাথ মন্দিরের আদলে এবছর মন্ডপ তৈরি হবে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের। রবিবার হয় খুঁটিপূজা।
করোনার কারণে দুই বছর দুর্গা উৎসবে অনেকটা ভাঁটা পড়েছিল ।তবে এবছর রাজধানীর বনেদী ক্লাবগুলি মহা ধুমধামে পুজো আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে অনেক ক্লাবের মন্ডপ তৈরি শুরু হয়ে গেছে। অনেকের প্রস্তুতি চলছে মন্ডপ তৈরীর। রবিবার খুঁটি পুজো হয় রাজধানীর শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের ।এবছর তাদের থিম কাশি বিশ্বনাথ মন্দির। উত্তরপ্রদেশের গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত এই কাশী বিশ্বনাথ মন্দিরটিতে রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির ।
শিবনগর মর্ডান ক্লাব আমরা তরুণ দলে থাকবে মূল মন্দিরটি সহ আরো দুটি মন্দির। দর্শনার্থীদের মধ্যে বিশ্বনাথ মন্দির সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। তিনটি মন্দিরের উচ্চতা হবে ৭০ ফুট। প্রশ্ন হবে ৩০ ফুট। সঙ্গে থাকবে কাশি থেকে আশা আরতির পুরোহিতদের আরতি।
ক্লাবের কর্মকর্তারা জানান মন্ডপ তৈরি করবেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সঞ্জিত দেবনাথ এবং তার দল। এছাড়া আলোকসজ্জা এবং শব্দ বিন্যাসে থাকবেন চন্দননগরের শিল্পীরা। প্রতিমা তৈরি করবেন কাঁথির শিল্পী এবছর তাদের বাজেট ৩৫ লক্ষ টাকা।
ক্লাবের কর্মকর্তারা জানান এত বড়ো বাজেটের পুজো এর আগে কোনদিন হয়নি এই ক্লাবে। তারা জানান সোমবার থেকেই মন্ডপ তৈরির কাজ শুরু করে দেবেন শিল্পীরা।