স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৩১ জুলাই।। বিজেপির গোমতী জেলার উদ্যোগে রবিবার উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানী গামারিয়া স্কুল মাঠে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা,রামপদ জমাতিয়া এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, রাজ্যের সহ-সভাপতি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া,গোমতী জেলার বিজেপির সভাপতি অভিষেক দেবরায় সহ স্থানীয় ও মহাকুমার নেতৃত্ব।
শেষে ১৫০ পরিবারের ৩১০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃত্বরা।
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন জনজাতিদের মান উন্নয়নের জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার কাজ করে চলছে। সাড়ে ছয়লক্ষ্য দলীয় এই রাজ্যে বিজেপির সদস্য পদ নিয়েছে।আগে বিধানসভায় কিংবা এডিসিতে দলীয় একজন সদস্য ও ছিল না বিজেপি র।
বর্তমানে বেশ কয়েকজন সদস্য যেমন রয়েছে তেমনি একজন জনজাতি দের মধ্যে লোকসভার সদস্য রয়েছেন।৩৫ বছরের অপসারণের পর রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে,রাজ্যে বুথ স্তর পর্যন্ত দলীয় কর্মীদের কাজ করার পরামর্শ দিয়েছেন। রিয়াং শরণার্থীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার এক সঙ্গে তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করে চলছে।
স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, জল,বাসস্থান সব কাজ করে চলছে রাজ্য সরকার। জনজাতিদের মান উন্নয়নের জন্য দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলছেন বলে বক্তব্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।