স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ জুলাই।। আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ সন্ধ্যায় আগরতলার একটি। অভিজাত হোটেলে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমি অবসরপ্রাপ্ত কিন্তু পরিশ্রান্ত নই। মানুষের জন্য ভালো কাজ করার লক্ষ্য নিয়েই এগিয়ে এসেছি। তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথম হচ্ছে দেশ এরপর আমরা। দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে হর ঘর তিরঙ্গা কর্মসূচি দেশজুড়ে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা করতে হবে কিভাবে আরও ভালো কিছু করা যায়। মুখ্যমন্ত্রী বলেন, অনেক প্রতিকূলতাকে পেছনে ফেলে এগিয়ে এসেছি। লক্ষ্য রয়েছে মানুষের অমঙ্গল না করার।
পেশাগত জীবনের স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, পেশাগত জার্নি থেকে অনেক কিছুই শিখেছি। শেখার প্রক্রিয়ার কোনও শেষ নেই। ডেন্টাল কলেজ স্থাপন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর আগেও বহুবার তিনি এই দাবি নিয়ে বিভিন্ন সময়ে তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রীদের সাথে এ বিষয়ে কথা বলেন।
তবে রাজ্যে একটি ডেন্টাল কলেজ স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি এদিন সভায় উল্লেখ করেন। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সহসভাপতি ডা. এস এম আলি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার প্রাক্তন সভাপতি ডা. সমীর রঞ্জন দত্ত চৌধুরী এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাইরেক্টরেট অব হেলথ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (ডেন্টাল) ডা. রাজেশ অনিল আচার্য্য।
অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক ডা. সজল নাথ মুখ্যমন্ত্রীকে দেওয়া অ্যাসোসিয়েশনের সংবর্ধনাপত্রটি পাঠ করেন ও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কর্মজীবনের একটি সংক্ষিপ্ত জীবনীমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক উপহার তুলে দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার যুগ্ম সম্পাদক ডা. সুজিত কুমার রায়।