স্টাফ রিপোর্টার, কদমতলা, ৩১ জুলাই।। প্রায় বাহাত্তর ঘন্টার মাথায় উত্তর ত্রিপুরার ধর্মনগরে সংঘটিত পাশবিক নাবালিকা ধর্ষণ কান্ডে পলাতক অভিযুক্তকে শনিবার সন্ধ্যায় রাতে পাথারকান্দি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।ধৃতের নাম রোশন আলী(২২)।
তার বাড়ি উত্তর জেলার ধর্মনগর থানাধীন যুবরাজনগর এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ,গত আঠাশ জুলাই সকাল এগারোটা নাগাদ রোশন তার নয় বছরের নাবালিকা পিসতুতো বোনকে ফুসলিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে বলপূর্বক ধর্ষন করে পালিয়ে যায় বলে অভিযোগ।
পরবর্তীতে ধর্ষিতা নাবালিকাটি বাড়িতে এসে মা বাবাকে পুরো ঘটনা খুলে বলে।পরে ধর্ষিতা শিশু কন্যাটিকে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।পাশাপাশি এ মর্মে মহিলা থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়।কিন্তু ঘটনার পরেই অভিযুক্ত গা ঢাকা দেয়।
এদিকে ঘটনার প্রায় বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলেও অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হলে পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ উগরে দেন স্থানীয়রা । তারা এ কান্ডে জড়িতকে শীঘ্রই গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে ত্রিপুরার মঙ্গলখালি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন।
এতে ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় দুই ঘন্টা পর অবরোধ মুক্ত হয়।অপরদিকে এদিন সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশের একটি বিশেষ দল পাথারকান্দিতে হানা দিয়ে অভিযুক্ত ধর্ষনকারীকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে।
তাকে রাতে থানায় আটকে রেখে জামাই আদর করে পুলিশ। আজ রবিবার ধৃতকে পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে খবর পাওয়া গেছে।