স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই৷৷ এআইসিসি নেতা অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতিকে বিরূপ মন্তব্য করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি৷
এদিকে সংসদের ভিতরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী জ্বালামুখী বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী ও কংগ্রেস দলকে নিয়ে৷
অধিবেশনে সোনিয়া গান্ধীও মেজাজ হারিয়ে স্মৃতি ইরানির সাথে বিতর্কে জড়িয়ে পড়েন৷ কিন্তু, স্মৃতি ইরানি যেভাবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর উপর বাক্যাক্রমণ করেছেন তাতে কংগ্রেস ও তার অঙ্গ সংগঠনগুলি রীতিমতো প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে৷
এরই অঙ্গ হিসাবে শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে৷ কুশপুত্তলিকা দাহ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে কংগ্রেস ভবন থেকে শুরু করে৷
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিৎ সরকার, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি শাহজাহান ইসলাম, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্ণিকা সাহা, সদর জেলা যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।