বিরোধীদের তুমুল হইহট্টগোলে অচল সংসদ, দফায় দফায় মুলতুবি

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। শুক্রবার বেলা এগারোটা নাগাদ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কংগ্রেস সাংসদদের সঙ্গে আরও কয়েকজন বিরোধী সাংসদ সদনের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা।

ট্রেজারি বেঞ্চের দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে থাকা বিজেপির মহিলা সাংসদরাও উঠে দাঁড়িয়ে পাল্টা স্লোগান দেন। চেয়ারে থাকা কিরীট সোলাঙ্কি প্রথমে সদস্যদের নিজ নিজ আসনে বসতে অনুরোধ করেন। সোলাঙ্কি বারবার অনুরোধ করেন, কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেন না।

তাই দুপুর বারোটা অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এরপর অধিবেশন শুরু হলেও, স্লোগান চলতে থাকে, তাই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। ফের সংসদের নিম্নকক্ষের অধিবেশন বসবে ১ আগস্ট, বেলা এগারোটা নাগাদ।

শুক্রবার অধিবেশন শুরু হওয়ার পর রাজ্যসভার কার্যক্রমও প্রায় এক ঘন্টার জন্য মুলতবি করা হয়েছিল, বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোল ও বিজেপি সাংসদদের পাল্টা স্লোগানের কারণে দুপুর বারোটা অবধি রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছিল।

বিরোধী দলগুলির সাংসদরা গুজরাটে বিষমদে মৃত্যু, প্রয়োজনীয় জিনিসপত্রের দামের রেকর্ড বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য দাবি জানাতে থাকেন, তখন বিজেপি সাংসদরা রাষ্ট্রপতি সম্পর্কে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের জন্য কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর ক্ষমা চেয়ে স্লোগান দিতে থাকেন।

তুমুল স্লোগানের কারণে দুপুর বারোটা অবধি রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ।

অধিবেশন শুরু হলেও, বিক্ষোভ-স্লোগান চলতে থাকে, তাই দিনের মতো রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেওয়া হয়। ফের সংসদের উচ্চকক্ষের অধিবেশন বসবে ১ আগস্ট, বেলা এগারোটা নাগাদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *