স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের নামে কিছু দুর্বৃত্ত ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের নাম ব্যবহার করে গ্রাহকদের সাথে সাইবার অপরাধ করছে।
বিষয়টি নজরে আসার পর ত্রিপুরা রাজা বিদ্যুৎ নিগম লিমিটেড (টিএসইসিএল) এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে জানিয়েছে যে টিএসইসিএল’র তরফ থেকে কোনও গ্রাহককে বকেয়া এনার্জি বিল আদায়ের জন্য কোন ধরণের লিংক পাঠায় না।
এমনকি টিএসইসিএল কর্মীরা বকেয়া এনার্জি পরিশোধের জন্য কোন গ্রাহককে ফোন কলও করেন না। তবে বকেয়া বিলের ক্ষেত্রে টিএসইসিএল’র মহকুমা অফিসগুলি সংশ্লিষ্ট এলাকায় মানুষকে সচেতন করার জন্য মাইকিং করে থাকে।
তাছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ আইন ২০০৩ অনুযায়ী গ্রাহকদের যথাযথ নোটিশও দেওয়া হয়।
এ ধরণের সাইবার অপরাধ থেকে নিজেদের রক্ষা করার জন্য টিএসইসিএল’র পক্ষ থেকে ভোক্তাদের কাছে কোন প্রতারণামূলক ফোন কল বা ওয়েব লিংক ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।