স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৯ জুলাই।। মোহনপুর বাইপাস সড়কে ২ যুবককে বৃহস্পতিবার কয়েকজন মিলে মারধর করেছিল।
তাতে ২ যুবক আহত হন। এই ঘটনায় মূল অভিযুক্ত সাগর দেবনাথ। সিধাই থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এদিকে বড়কাঁঠাল এলাকার স্থানীয়রা শুক্রবার সকালে সড়ক অবরোধ করে সব অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনরকম বুঝিয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে।
এদিকে পথ অবরোধ আন্দোলন সংগঠিত করার ফলে দীর্ঘ সময় ওই সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। অবরোধ আন্দোলন প্রত্যাহার হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।