অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। পশ্চিমা সামরিক সূত্র জানিয়েছে যে, রুশ অধিকৃত খেরসন অঞ্চল পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের অভিযান গতি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার রকেট সিস্টেমের মাধ্যমে খেরসন শহরের একটি গুরুত্বপূর্ণ ব্রিজের উপর হামলা চালিয়েছে ইউক্রেনের সৈন্যবাহিনী। এরপর থেকেই অকার্যকর হয়ে পড়েছে ব্রিজটি। খবর বিবিসির। এর ফলে ওই অঞ্চলের বাকি অংশে আটকে পড়া হাজারো রুশ সৈন্য বিপদের মধ্যে রয়েছে।
কৌশলগতভাবে নিপ্রো নদীর পশ্চিম অংশে অবস্থিত এই শহরটি যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী দখলে নেয়। মঙ্গলবার ইউক্রেনের সৈন্যরা এটি হিমার্স আর্টিলারি রকেট সিস্টেমের মাধ্যমে খেরসনের এন্টোনিভস্কি ব্রিজটির উপর হামলা চালায়। এতে ব্রিজটি সম্পূর্ণ অব্যবহারযোগ্য হয়ে পড়ে।
খেরসনের এই নদীর পশ্চিমে অবস্থিত ঘাঁটিতে সৈন্যদের পাঠাতে এই ব্রিজটির উপর নির্ভরশীল ছিল মস্কো। এখন রাশিয়ার দখলদার বাহিনীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।