অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে আরও ৩ জন সাংসদকে।
বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ ৩ জন সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করেছেন। এই ৩ জন সাংসদ হলেন-আম আদমি পার্টির সুশীল কুমার গুপ্তা ও সন্দীপ কুমার পাঠক ও নির্দল সাংসদ অজিত কুমার ভূঁইয়া।
চলতি সপ্তাহের বাকি সময়ের জন্য তাঁদের রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্যসভা থেকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছিল ২০ জন সাংসদকে।
এই সপ্তাহের বাকি সময়ের জন্য সাসপেন্ড হওয়া সাংসদের তালিকায় ছিলেন তৃণমূলের সাত জন— দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী।
সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ছিলেন কানিমোঝি-সহ ডিএমকের ছয়, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির তিন, সিপিএমের দুই, সিপিআইয়ের এক এবং আম আদমি পার্টির এক জন। বৃহস্পতিবার আপ-এর আরও দুই সাংসদ ও একজন নির্দল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
ফলে আপ-এর মোট ৩ জন সাংসদ রাজ্যসভা থেকে সাসপেন্ড হলেন। সবমিলিয়ে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ২৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে ২৩ জন রাজ্যসভার সাংসদ ও ৪ জন লোকসভার সাংসদ।