স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, ভারতীয় জনতা পার্টির মহিলা শাখা মহিলা মোর্চার সদর জেলা কমিটি বৃহস্পতিবার একটি কার্যকারিণী বৈঠক করেছে।
ত্রিপুরা বিজেপি গত কয়েকদিনে একাধিক কার্যকারিণী বৈঠকের আয়োজন করেছে। মণ্ডল ও মোর্চাসহ দলের বিভিন্ন স্তরের সদস্য-কর্মীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার, রাজ্য বিজেপি অফিসে ভারতীয় জনতা পার্টির সদর জেলা মহিলা মোর্চার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মহিলা মোর্চা নেত্রী ঝুমা বিশ্বাস প্রমুখ। বিগত দিনের কাজ নিয়ে আলোচনার পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের মহিলা শাখার করণীয় নিয়ে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।
বৈঠকে সংগঠনকে কীভাবে শক্তিশালী ও সম্প্রসারণ করা যায় তার ওপর গুরুত্বারোপ করা হয়। সদর জেলার বিভিন্ন মন্ডলের নারী নেতৃবৃন্দ কর্মকারিণী বৈঠকে অংশ নেন।