স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ জুলাই।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা অবাদে গাঁজা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
প্রতিদিন রাজ্যের বিভিন্ন থানায় বহিঃরাজ্যের গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা আটক করা হচ্ছে তবু গাঁজা মাফিয়ারা গাঁজা পাচার অব্যাহত রেখেছে। যদিও ধলাই জেলার আরক্ষা প্রশাসন নেশা কারবারিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। শুরু হল মিশন সঞ্জিবনী।
এদিকে গোপন খবরের ভিত্তিতে আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার পথে আমবাসা থানার পুলিশ বেত বাগান স্থিত নাকা পয়েন্ট এন এল-০১-এএফ- ৭০৮৪ নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৪ পেকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
যার বাজার মূল্য কোটি টাকা। সঙ্গে গাড়ির চালক রাহুল কুমার মহান্তেকে আটক করা হয়। জানা যায় আমবাসা থানার পুলিশ ধৃত চালক রাহুল কুমার মহান্তকে আগামীকাল আদালতে সোপর্দ করবে।
এদিকে পুলিশ জানিয়েছে নেশার বিরুদ্ধে এই রকম অভিযান আগামী দিনেও জারি থাকবে। আজকের অভিযানে দুইজন ডিসিএম আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার এবং ওসি অনুপম দাস উপস্থিত ছিলেন।