স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ জুলাই।। দীর্ঘ মাসাধিককাল ধরেই জলের মেশিন নষ্ট। পানীয় জল পাচ্ছেন না কুলাই স্কুল সংলগ্ন পূর্ব নালীছড়া এবং বাসুদেব পাড়ার মানুষ। দাবি জানিয়েও কোনও লাভ হচ্ছিল না।
গত ২৭ জুলাই বুধবার পরিকল্পনা করেই গ্রামবাসী খবর পাঠান পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিক অঞ্জন দেববর্মাকে। বেলা এগারোটা নাগাদ স্কুল সংলগ্ন পাম্প হাউসে যেতেই গ্রামবাসী মেশিন ঘরে আটকে তালা দিয়ে রাখেন জল সম্পদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আধিকারিককে।
দীর্ঘসময় তালাবদ্ধ অবস্থায় থেকে নতুন পাম্প মেশিন লাগানো সহ জল দেবার প্রতিশ্রুতি দিলে, এলাকার লোকজন পুলিশের উপস্থিতিতে ওনাকে মুক্ত করেন।
বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের প্রতিটি বাড়িতে জল না পৌছালে, পুনরায় একই দাবিতে পাম্পহাউসে তালা অভিযানে নামবেন বলে এলাকাবাসী জানিয়ে দিয়েছেন।