স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৮ জুলাই।। শান্তিরবাজার মহকুমার পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাইমারি বিভাগে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ছাড়াই বিদ্যালয় চলছে।
প্রাইমারি বিভাগে প্রায় ১০০ জন শিক্ষার্থী আছে। অথচ শিক্ষক মাত্র ২ জন। ফলে মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। .বারবার অভিযোগের পরও দপ্তর কোনও পদক্ষেপ নেয়নি।
এটাও লক্ষ্য করা যাচ্ছে যে পঞ্চম শ্রেণির ছাত্ররা প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নিচ্ছে! এলাকার অভিভাবকদের মধ্যেও এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে টেট উত্তীর্ণ বেকারদের সামনে চাকরির ললিপপ দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার করার ফন্দি আঁটে বিজেপি জোট সরকার। চাকরি দেওয়া হচ্ছে না। এই অবস্থায় স্কুলে শিক্ষক স্বল্পতার দরুন পড়াশোনা লাটে উঠেছে।