স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ২৮ জুলাই।। সোনামুড়া বাঁশপুকুর এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অমানবিক ঘটনা।
বৃদ্ধা আনজমা খাতুনকে সকালবেলা বারান্দায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরে কুপিয়ে রক্তাক্ত করে স্বামী এবং ছেলে। ঘটনা জানাজানি হলে প্রতিবেশী সহ ওই মহিলার ভাই ছুটে আসেন।
রক্তাক্ত মহিলা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকেন। এই সুযোগে অভিযুক্ত স্বামী নুর ইসলাম (৭০) এবং ছেলে আসানুল্লাহ পালিয়ে যায়। আহত মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে।
এই ব্যাপরে সোনামুড়া এলাকার লোকজন রীতিমতো উদ্বিগ্ন। তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন তবে পুলিশ মামলা হয়নি বলে কোন ব্যাবস্থা খবর লেখা পর্যন্ত নেয়নি। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।