উত্তর কোরিয়া সম্ভবত সপ্তমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। উত্তর কোরিয়ায় পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে এর বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন নেতা কিম জং-উন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র সংবাদ, কোরীয় যুদ্ধের বার্ষিকীর এক অনুষ্ঠানের ভাষণ কিম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সামরিক যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত দেশটি।

উত্তর কোরিয়া সম্ভবত সপ্তমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন উদ্বেগের মধ্যেই এই মন্তব্য করেছেন কিম। গত মাসেই যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল যে, পিয়ংইয়ং যেকোনো সময় এই ধরনের পরীক্ষা পরিচালনা করতে পারে।

উত্তর কোরিয়া সর্বশেষ ২০১৭ সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। ইতিমধ্যে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বেড়ে চলেছে। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সাং কিম বলেছেন, উত্তর কোরিয়া এই বছর অপ্রত্যাশিত সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

জবাবে দক্ষিণ কোরিয়া জুনে আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। যদিও ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে একটি চুক্তির মাধ্যমে; উত্তর কোরিয়া এটাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে।

প্রতিবছর সামরিক কুচকাওয়াজ, আতশবাজি ও নাচানাচির মাধ্যমে দেশটি বিজয় দিবস উদ্‌যাপন করে থাকে। ভাষণে প্রেসিডেন্ট কিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকির জন্য উত্তর কোরিয়াকে তার আত্মরক্ষাকে শক্তিশালী করতে ‘জরুরি ঐতিহাসিক কাজ’ অর্জন করতে হয়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক মহড়াকে উসকানি হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *