স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৮ জুলাই।। বিভিন্ন এলাকায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে তা বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত শেষ করার উপর উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা গুরুত্ব আরোপ করেছেন।
তিনি আজ খোয়াই পঞ্চায়েত সমিতির হলে এবং খোয়াই ডাকবাংলোয় দুটি পৃথক বৈঠকে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করে বলেন, রাজ্যের বর্তমান সরকার সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে পর্যন্ত বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগকে যথাযথভাবে রূপায়ণ করার দায়িত্ব বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং তাদের সঙ্গে যুক্ত প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের। সমাজের ব্যাপক অংশের মানুষ যাতে বিভিন্ন পরিষেবার সুযোগ পেতে পারেন তা সুনিশ্চিত করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক ডা. অতুল দেববর্মা, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় ও ভাইস চেয়ারম্যান অপু গোপ, তুলাশিখর বিএসির চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, মুঙ্গিয়াকামী বিএসির চেয়ারম্যান সুনীল দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব সঞ্জীব রাঠোর, খোয়াই জেলার জেলাশাসক এল টি দার্লং, অতিরিক্ত জেলাশাসক সুশান্ত কুমার সরকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।