স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।। ত্রিপুরা রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক হয়েছেন আইপিএস অমিতাভ রঞ্জন। ১৯৮৮ সালের ত্রিপুরা মনিপুর ক্যাডারের আইপিএস অমিতাভ রঞ্জন কেন্দ্রীয় ইন্টিলিজেন্স ব্যুরোর বিশেষ অধিকর্তা ছিলেন।
বৃহস্পতিবার রাজ্য প্রশাসন এক নির্দেশ মূলে আইপিএস অমিতাভ রঞ্জনকে রাজ্য পুলিশের মহানির্দেশক নিযুক্ত করেছেন।
প্রাক্তন মহানির্দেশক আইপিএস ভি এস যাদব দিল্লি ত্রিপুরা ভবনের প্রিন্সিপাল রেসিডেন্সিয়াল কমিশনারের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবারই আইপিএস অমিতাভ রঞ্জন ত্রিপুরা পুলিশের দায়িত্ব হাতে নিয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রাক্তন মহানির্দেশক আইপিএস ভি এস যাদবের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় বিরোধী দলগুলোর তরফে তীব্র সমালোচনা করা হয়েছে।
প্রাক্তন এই প্রাক্তন মহানির্দেশক আইপিএস ভি এস যাদবকে মেরুদন্ডহীন বলেও আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার।