অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। দেশের প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। করোনার সময়ে গৃহবন্দী হয়ে পড়েছিলেন কয়েকশো কোটি মানুষ।
তবে আবার ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছে।কিন্তু সমস্ত পরিষেবা স্বাভাবিক হলেও প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের ব্যবস্থা এখনো আগের মতো চালু হয়নি।
করোনার পরিস্থিতিতে সংক্রমনের ঝুঁকি কমানোর জন্য ভারতীয় রেল বেশ কিছু ছাড় বন্ধ করে দিয়েছিল।এখন দেশের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে ট্রেনে আবার কম্বল বিছানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই সিদ্ধান্তে খুশি হয়েছেন যাত্রীরা।এর আগে প্রবীণ পুরুষ নাগরিকদের রেল যাত্রায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হতো।
সব ক্লাসের যাত্রীদের এই ছাড় দেয়া হয়েছে। মহিলারা পেতেন 50 শতাংশ ছাড়। তবে এখন পুরো ভাড়া দিয়ে রেল যাত্রা করতে হয়।রেল শীঘ্রই প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা ফিরিয়ে আনবে বলে জানিয়েছে।
জেনারেল এবং স্লিপার কোচে ছাড় প্রযোজ্য বলে জানানো হয়েছে।বয়স সীমা ষাট বছর থেকে বাড়িয়ে সত্তর বছর করা হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে পুরুষেরা ষাট বছর এবং মহিলারা ৫৮ বছর থেকে ছাড় পেতেন।